Question:বাংলাদেশের একটি বিশেষ খ্যাতনামা ঐতিহাসিক স্থান যেটি বগুড়া শহর থেকে তেরো কিলোমিটার উ্রওরে অবস্তিত । এ ঐতিহাসিক স্থানটির নাম কী ? স্থানটি কোন নদীর তীরে অবস্থিত ? স্থানটি সম্পর্কে তিনটি বাক্য লেখ ? 

Answer এই ঐতিহাসিক স্থানটির নাম মহাস্থানগড় । মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত । মহাস্থানগড় সম্পর্কে তিনটি বাক্য - ১. মহাস্থানগড় খ্রিষ্টপুর্ব ৪০০ অব্দ থেকে ১৫০০ খ্রি্ষ্টাব্দ পর্যন্ত প্রায় ১৯০০ বছরের ইতিহাসর সাক্ষ্য বহন করে । ২. মৌর্য আমলে এই স্থানটি পুন্ডনগর নামে পরিচিত ছিল । ৩. মহাস্থানগড়ে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ৩.৩৫ মিটার লম্বা খোদাই পাথর । 

+ Report
Total Preview: 430
bangladesher akti bishesh khatnama ঐtihashik shothan jeti boguড়a shohor theke tero kilomitar uroore oboshotit . a ঐtihashik shothantir namo ki ? shothanti kon ndir tire oboshothit ? shothanti shomoparoke tinti bakjlekh ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd