Question:ক নামক ঐতিহাসিক স্থানটি বাংলাদেশের দক্ষিন-পূর্ব অঞ্জলের কুমিল্লা শহরের কাছে অবস্থিত । স্থানটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল । ঐতিহাসিক স্থানটির নাম কী ? স্থানটিতে প্রাপ্ত নিদর্শনগুলো সম্পর্কে চারটি বাক্য লেখ ।
Answer ঐতিহাসিক স্থানটির নাম ময়নামতি । ময়নামতিতে প্রাপ্ত নিদর্শনগুলো সম্পর্কে ৪টি বাক্য ১. ময়নামতিতে হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন পাওয়া গেছে । ২. এখানে শিক্ষক শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে । ৩. জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির বিভিন্ন পাওয়া গেছে । ৪. ময়নামতিতে বিভিন্ন মুদ্রা ও পাথরের পলক পাওয়া গেছে ।
+ Report
k namok ঐtihashik shothanti bangladesher dokhin-paূrobo oঞjoler kumilla shohorer kache oboshothit . shothanti boৌdh shobhjotar onnotmo kendra chil . ঐtihashik shothantir namo ki ? shothantite prapat nidorshongulo shomoparoke charoti bakjlekh .