Question:ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে একটি ঐতিহাসিক স্থান অবস্থিত । এটি বাংলার নবাবদের প্রাসাদ ছিল । উক্ত স্থানের নাম কী ? উক্ত স্থানের ইতিহাস চারটি বাক্য লিখ । 

Answer উক্ত স্থানের আহসান মঞ্জিল । আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে চারটি বাক্য - ১. আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন । ২. মুঘল আমলে বরিশালের জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউল্লা এ প্রাসাদটি তৈরী করেন । ৩. আঠারো শতকে তার পুত্র শেখ মতিউল্লা বানিজ্য কেন্দ্র হিসেবে ব্যাবহারের উদ্দেশ্য প্রাসাদটি ফরাসি বনিকদের কাছে বিক্রি করে দেন । ৪. ১৮৩০ সালে খাজা আলিমুল্লা পরাসিদের নিকট থেকে প্রাসাদটি ক্রয় করে এটিকে আবার প্রাসাদে পরিনত করেন । 

+ Report
Total Preview: 463
ঢakay buড়িgngoa ndir tire akti ঐtihashik shothan oboshothit . ati banglar nbaboder prashadchil . ukto shothaner namo ki ? ukto shothaner itihasho charoti bakjlikh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd