Question:সোমার গ্রামের লোকেরা পর্দাপথার দোহাই দিয়ে তাকে শিক্ষা গ্রহন থেকে বিরত রেখেছে । সোমার কীসের শিকার হয়েছে ? এটি মোকাবেলায় কোন মন্ত্রালয় কাজ করছে ? উক্ত মন্ত্রনালয় এর তিনটি কার্যক্রম উল্লেখ করো । 

Answer সোমা নির্যাতনের শিকার হয়েছে । নারীর নির্যাতনের রোধে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কাজ করছে । এ মন্ত্রনালয় তিনটি কার্যক্রম হলো ১. নির্যাতিত নীপিড়নের শিকার নারী ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করে । ২. নিপীড়িত ও নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা প্রদান করে । ৩. এছাড়া নিপীড়িত ও নির্যতিত নারী ও শিশুদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে । 

+ Report
Total Preview: 573
shomar gramer lokera parodapathar dohai diye take shikha grhon theke birot rekheche . shomar kisher shikar hoyeche ? ati mokabelay kon motraly kajo karoche ? ukto montronaly ar tinti karojocrmo ullakh karo .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd