Question:বাংলাদেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর আদি ধর্মের নাম সাংসারেক । এ জনগোষ্ঠীর নাম কী ? এদের আদি নিবাস ছিল কোথায় ? এদের সমাজব্যাবস্থা সম্পর্কে তিনটি বাক্য লেখ ।
Answer ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নাম গারো । এদের আদি নিবাস ছিল তিব্বতে । গারোদের সমাজব্যাবস্থা সম্পর্কে তিনটি বাক্য - ১. গারো সমাজ মাতৃতান্ত্রিক ২. গারো নারীরাই মা পরিবারের প্রধান এবং সম্পওির অধিকারী । ৩. মেয়েদের সুত্র ধরেই তাদের দল , গোত্র ও বংশ গড়ে উঠে ।
+ Report
bangladesher akti khudra jongoshthীr adi dhromer namo shangsharek . a jongoshthীr namo ki ? ader adi nibasho chil kothay ? ader shomajobaaboshotha shomoparoke tinti bakjlekh .