বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তা ও তাদের সংস্কৃতি
  1. Question:বাংলাদেশের এক ক্ষুদ্র নৃ গোষ্ঠী সনাতনী ধর্মের নাম সাংসারেক । নৃ গোষ্ঠীর নাম কী ? 

    Answer
    গারো ।

    1. Report
  2. Question:গারো নামক ক্ষুদ্র নৃ গোষ্ঠী দেবতা সারজং এর সম্মানে একটি উৎসব পালন করা হয় । এ উৎসবের নাম কী ? 

    Answer
    ওয়াংগালা ।

    1. Report
  3. Question:কৌশিক বড়ৃয়া আচিক ভাষায় কথা বলেন । তিনি কোন নৃ গোষ্ঠীর অধিবাসি ? 

    Answer
    গারো ।

    1. Report
  4. Question:সন্তুদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের কোড়ল দিয়ে তৈরী করা হয় । সন্তু কোন নৃ গোষ্ঠীর অধিবাসি ? 

    Answer
    গারো ।

    1. Report
  5. Question:বাংলাদেশের একটি নৃ গোষ্ঠীর বাড়ি নকমান্দি নামে পরিচিত । নৃ গোষ্ঠীর নাম কী ? 

    Answer
    গারো ।

    1. Report
  6. Question:লুসিরা উৎসব অনুষ্ঠানে তাদের ঐতিহ্যবাহী দকসারি পোশাক পরে । লুসিরা কোন নৃ গোষ্ঠীর অধিবাসি ? 

    Answer
    গারো ।

    1. Report
  7. Question:ক ক্ষুদ্র নৃ গোষ্ঠীরা প্রায় ৪০০ বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে । ক ক্ষুদ্র নৃ গোষ্ঠীির নাম কী ? 

    Answer
    গারো ।

    1. Report
  8. Question:সঞ্জুরা তাদের বাড়িকে কিম বলে । সঞ্জু কোন নৃ গোষ্ঠীর অধিবাসি ? 

    Answer
    ম্রো ।

    1. Report
  9. Question:দিপিকা তোরাই ধর্মের অনুসারী । সে কোন নৃ গোষ্ঠীর সদস্য ? 

    Answer
    ম্রো ।

    1. Report
  10. Question:মহুয়ার প্রিয় খাবার নাপ্পি । মহুয়া কোন নৃ গোষ্ঠীর অধিবাসি ? 

    Answer
    ম্রো ।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd