Question:সাহানা তার এক ক্ষুদ্র নৃ গোষ্ঠী বন্ধুর বাড়িতে বাঁশের কোড়ল দিয়ে তৈরী করা একটি ঐতিহ্যবাহী খাবার খেল । সাহানার বন্ধু কোন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর তাদের সমাজব্যাবস্থা কীরুপ ? তাদের উৎসব সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

Answer সাহানারার বন্ধু গারো নৃ গোষ্ঠীর অধিবাসি । তাদের সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক । গারোদের উৎসব সম্পর্কে তিনটি বাক্য ১. গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াংগালা । ২. এই সময় তারা সূর্য দেবতা সালজং এর প্রতি নতুন শষ্য মাসে উৎসর্গ করেন । ৩. সাধারনত নতুন শস্য তোলার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয় । 

+ Report
Total Preview: 836
shahana tar ak khudra nৃ goshthী bondhur baড়িte baঁsher koড়l diye toiri kara akti ঐtihojobahi khabar khel . shahanar bondhu kon khudra nৃ goshthীr tader shomajobaaboshotha kirup ? tader utshobo shomoparoke tinti bakjlekh .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd