Question:পেশাজীবীরা আমাদের কীভাবে সেবা দিয়ে সাহায্য করেন? 

Answer পেশাজীবীরা আমাদের নানা ধরনের সেবা দিয়ে সাহায্য করেন। চালক: বাস, ট্রাক, ট্যাক্সি, রিকশা প্রভৃতি চালান। তিনি যানবাহনের সাহায্যে আমাদের বিভিন্ন জায়গায় আনা-নেওয়া করেন। আমাদের প্রয়োজনয়ি মালপত্র একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। ডাক্তার: অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যান। ডাক্তার চিকিৎসার মাধ্যমে আমাদেরকে সুস্থ করে তোলেন। এছাড়া তারা রোগ-ব্যাধি নির্ণয় করে ওষুধ দেন। নার্স: নার্স হাসপাতালে রোগীদের সেবা দান করেন। তারা রোগীদের ওষুধ ও পথ্য খাওয়ান। নার্স ডাক্তারের কাজে সাহায্য করেন। শিক্ষক: শিক্ষক আমাদের পড়ালেখা, খেলাধুলা, নাচ-গান, ছবি আঁকা ইত্যাদি বিষয়ে শিখতে সাহায্য করেন। 

+ Report
Total Preview: 1143
peshajibira amader kivabe sheba diye shahajojkaren?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd