Question:আমাদের বাড়ি-ঘর কেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন? 

Answer বিভিন্ন কারণে আমাদের বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। যেমন- ১. যেখানে-সেখানে ময়লা আবর্জনা থাকলে পরিবেশ দূষিত হবে। এতে করে আমাদের নানা ধরনের অসুখ বিসুখ দেখঅ দেবে। তাই আমি বাড়ির উঠান ও ঘরের ভেতরের জায়গাগুলো পরিষ্কার রাখব। ২. পড়ার টেবিল ও বইয়ের ব্যাগ এলোমেলো রাখলে প্রয়োজনের সময় দরকারি জিনিস খুঁজে পাবো না। তাই আমি এগুলো গুছিয়ে রাখব। ৩. ছোট ভাই-বোনদের কাপড়, খেলনা ও অন্যান্য জিনিস অগোছালো থাকলে বাড়ির পরিবেশ নষ্ট হয়। তাই এগুলো যথঅস্থানে সাজিয়ে রা্খব। 

+ Report
Total Preview: 10262
amader baড়ি-ghr ken parishkaro-paricchonno rakha proyojon?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd