Question:আমাদের পরিবেশ কীভাবে দূষিত হয়? 

Answer নানা কারণে আমাদে রপরিবেশ দূষিত হয়। যেমন- বায়ু দূষণ: ধুলাবালি ও ধোঁয়ার ফলে বাতাস গন্ধুযুক্ত ও দূষিত হয়ে আমাদের পরিবেশ দূষিত করে। পানি দূষণ: ময়লা আবর্জনা খাল, বিল, পুকুর বা নদীতে মিশে পানি দূষিত হয়ে আমাদের পারিবেশ দূষিত করে। শব্দ দূষণ: শব্দ ছাড়া আমরা চলতে পানি না। কিন্তু উচ্চ শব্দের দ্বারা পরিবেশে শব্দ দূষণ হয়। বর্জ্য দূষণ: যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেলে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণূর সৃষ্টি হয়। ফলে পরিবেশ দূষিত হয়। মানুষসৃষ্ট দূষণ: মানুষের সচেতনতার অভাবে পরিবেশ দূষিত হয়। 

+ Report
Total Preview: 6065
amader paribesho kivabe doূshit hoyo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd