+ ExplanationNot Moderated* বিদ্যালয়ে-
১. বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখতে পারি।
২. শ্রেণিকক্ষের চেয়ার, টেবিল, বেঞ্জ সাজিয়ে রাখতে পারি।
৩. শ্রেণিকক্ষের মধ্যে কোনো প্রকার ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহার করতে পারি।
* নিজ এলাকা-
১. ময়লা আবর্জনা ফেলার কতকগুলো নির্দিষ্ট জায়গা স্থাপন করতে পারি।
২. প্রতি বাড়িতে সেনিটারি পায়খানা তৈরির কথা বলতে পারি।
৩. জলাবদ্ধতামুক্ত রাখার জন্য নালা ও খাল খনন করতে পারি।
৪. প্লাস্টিক বা কাচের ভাঙা অংশ যত্রতত্র ফেলব না। কেউ যদি ভুল করে ফেলে তা তুলে নির্দিষ্ট স্থানে ফেলব।
* বাড়িতে-
১. বাড়ি থেকে একটু দুরে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করতে পারি।
২. বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে সাহায্য করতে পারি।
৩. নিজের বিইখাতা, পেনসিল ও জামাকাপর গুছিয়ে রাখতে পারি।
৪. বৃষ্টির পানি টবে, কৌটায় বা অন্য কোথাও জমা হয়ে থাকলে তা পরিষ্কার করতে পারি।