Question:বাংলাদেশের যেকোনো একটি সামাজিক উৎসব সম্পর্কে লেখ। 

Answer বাংলাদেশের একটি সামাজিক উৎসব হলো নবান্ন। নবান্ন হলো গ্রাম বাংলার একটি ফসল কাটার উৎসব। বাংলা অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে ঘরে তোলা হয়। এ সময় নতুন ধান ঘরে তোলার আনন্দে কৃষকরা মেতে ওঠেন। ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে নানারকম পিঠা ও খাবার তৈরি করা হয়। আত্মীয়-স্বজন, পাড়গা-পড়শিদের মাঝে তা বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় নানারকমের নাচ-গানের। 

+ Report
Total Preview: 3569
bangladesher jekono akti shamagik utshobo shomoparoke lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd