Question:১৬ই ডিসেম্বর আমরা কোন দিবস হিসেবে পালন করি? এ দিন কী ঘটেছিল এবং এখন আমরা কী করি তা ৪টি বাক্যে লেখ। 

Answer ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। ১৯৭১ সালের এর দিনে- ১. পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল। ২. প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান, জাতীয় স্মৃতিসৌধে ফুল প্রদানের মাধ্যমে দিবসটি পালন করি। ৩. এ দিনে দেশের বিভিন্ন জায়গায় বিজয় মেলা বসে। ৪. এ দিনটি নিয়ে আমাদরে গর্ব হয়। 

+ Report
Total Preview: 637
১৬i dishelmr amora kon dibosho hishebe paln kari? a din ki ghtechil abong akhn amora ki kari ta ৪ti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd