Question:নববর্ষ আমার কীভাবে পালন করি, পাঁচটি বাক্যে লেখ। 

Answer পহেলা বৈশাখে আমরা নববর্ষ পালন করে থাকি। এ উপলক্ষে বিভন্ন গান-বাজনা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। এসব মেলায় নানা রকমের খেলনা, হাঁড়িপাতিল, পুতুল ও বিভিন্ন রকমের মিষ্টি, কাঠের তৈরি জিনিস ইত্যাদি পাওয়া যায়। ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরের হিসাব খিলতে শুরু করেন। এ উপলক্ষে বিভিন্ন দোকানে ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। 

+ Report
Total Preview: 637
nboborosh amar kivabe paln kari, paঁchti bakje lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd