Question:রাষ্ট্রভাষার দাবিতে বাঙালিরা কেন আন্দোলন করেছেন?
Answer ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এই দাবিতে বাঙালিরা আন্দোলন করেছিল। কারণ পাকিস্তানি শাসকেরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তারা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। কিন্তু পূর্ব পাকিস্তানের বেশির ভাগ মানুষের ভাষা ছিল বাংলা। তাই বাঙালিার তা মেনে নেয়নি। তারা বাংলাকে রাষ্ট্রভাভা করার দাবি তোলে। ফলে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করেন।
+ Report
rashtrovashar dabite baঙalira ken andoln karechen?