Question:প্রতিবছর আমরা আমাদের বিদ্যালয়ে কীভাবে শহিদ দিবস, স্বাধীনতা দিবস, ও বিজয় দিবস পালন করতে পারি? 

Answer প্রতিবছর আমরা আমাদের বিদ্রালয় যেভাবে এই তিনটি দিবস পালন করতে পারি তা পরিকল্পনা হলো- শহিদ দিবস: ১. বিদ্যালয়ে পোশাকে কালো ব্যাজ পড়ে সমবেত হই। ২. খুব ভোরে ফুল হাতে আমরা বিদ্যালয়ের শহিদমিনারে যাব। ৩. শহিদদের প্রতি খালি পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব। ৪. এ সময় আমরা সবাই মিলে একুশের গান গাইব। স্বাধীনতা দিবস: ১. প্রতিবছর ২৬শে মার্চ শহিদদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দিতে যাব। ২. শহিদদের আত্মার মাগফেরাত কামনা করব। ৩. বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান যেমন- কবিতা আবৃত্তি, ছড়া, দেশাত্মবোধক গান ইত্যাদির আয়োজন করব। বিজয় দিবস: ১. এ দিনে বিদ্যালয়ে সবাই মিলে জাতীয় সংগীত গাইব। ২. বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক প্রভৃতির আয়োজনে অংশ নেব। ৩. বিভিন্ন জায়গায় বিজয় মেলা বসবে। 

+ Report
Total Preview: 950
protibochor amora amader biddalye kivabe shohiddibosho, shobadhinta dibosho, o bijoy dibosho paln karote pari?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd