1. Question:ভালে শিক্ষকের কিছু গুণ উল্লেখ কর। 

    Answer
    একজন ভালো শিক্ষক সৎ ও ভালে মানুষ হন। তিনি সত্য কথা বলেন। নিয়ম মেনে চলেন। বড়দের সম্মান করেন এবং ছোটদের স্নেহ করেন। ন্যদের সহযোগিতা করেন। সকলের সাথে ভালো ব্যবহার করেন।

    1. Report
  2. Question:একটি ভালো কাজের উদাহরণ দাও। 

    Answer
    আমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। পথে দেখলাম একজন অন্ধ লোক রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। তখন আমি অন্ধ লোকটিকে রাস্তা পার হওয়ার জন্য সাহায্য করলাম।

    1. Report
  3. Question:একটি খারাপ কাজের নাম লেখ, যা কারো করা উচিত নয়। 

    Answer
    মিথ্যা কথা বলা একটি খারাপ কাজ। এটি করা উচিত নয়।

    1. Report
  4. Question:যদি রাস্তায় তিুমি কিছু টাকা পাও, তবে কী করবে? 

    Answer
    রাস্তায় যদি আমি কিছু টাকা পাই তবে আমি তা নিয়ে আমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দেব।

    1. Report
  5. Question:মানুষের কোন গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে? 

    Answer
    মানুষের যে গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে তা হলো-
    ১. সত্য মানুষকে ভালো কাজ করতে সাহায্য করে।
    ২. ন্যায়বোধ: ন্যায় বোধ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে ও ভালো কাজ করতে উৎসাহিত করে।
    ৩. সহযোগিতা: কেউ বিপদে পড়লে তাকে সাহায্য সজহযোগিতা করব। বিপদে তার পাশে দাঁড়াব।
    ৪. নৈতিক গুণ: নৈতিকগুণ মানুষকে ভালো ও আদর্শ মানুষ হতে সাহায্য করে।
    ৫. সততা: সততা একটি মহৎ গুণ। সততা মানুষকে সৎ পথে চলতে সাহায্য করে।
    ৬. শৃঙ্খলাবোধ: শৃঙ্খলাবোধ ভালো মানুষ গড়তে সহায়তা করে।

    1. Report
  6. Question:তোমার কোন ভালো কাজের জন্য তুমি পরিচিত হতে চাও? 

    Answer
    আমি কিছু ভালো কাজের মাধ্যমে সমাজে পরিচিত হতে পারি। যেমন-
    ১. সবার সাথে ভালো ব্যবহার করে।
    ২. সবসময় সত্য কথা বলে।
    ৩. অসহায় ও দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে।
    ৪. বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে।
    ৫. সমাজের নিয়ম নীতি মেনে চলে।
    এ গুণাবলি মেনে চলার মাধ্যমে আমি খুব সহজে সমাজে পরিচিত হতে পারব।

    1. Report
  7. Question:ভালো মানুষের একটি গুণ উল্লেখ কর। 

    Answer
    ভালো মানুষের একটি গুণ হলো তারা সর্বদা সত্য কথা বলেন।

    1. Report
  8. Question:একজন ভালো মানুষ কী করেন? এক বাক্যে লেখ। 

    Answer
    একজন ভালো মানুষ সবার সাথে ভালো ব্যবহার করেন।

    1. Report
  9. Question:ভালো মানুষ বড় ও ছোটদের কী করেন? 

    Answer
    ভালো মানুষ বড়দের সম্মান করেন এবং ছোটদের স্নেহ করেন।

    1. Report
  10. Question:শিক্ষক ও বড়দের সাথে আমরা কেমন ব্যবহার করব? 

    Answer
    শিক্ষক ও বড়দেরকে আমরা সবসময় সম্মান করব।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd