Question:পোড়ামাটির শিল্প বলতে কী বোঝায়?
Answer ছাঁচ অনুযায়ী মাটির তৈরি পোড়ানো ইট দিয়ে মন্দির বানানো হতো। তবে এক্ষেত্রে শিল্পমূল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকীর্ণ করে পুুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়।
+ Report
poড়amatir shikalpo bolte ki bozayo?