1. Question:কান্তজির মন্দির কোথায় অবস্থিত? 

    Answer
    কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত।

    1. Report
  2. Question:চর্যাপদ আবিষ্কার করেন কে? 

    Answer
    পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।

    1. Report
  3. Question:চর্যাপদের কাল নির্ণয় করেন কে? 

    Answer
    ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লা চর্যাপদের কাল নির্ণয় করেন।

    1. Report
  4. Question:বৈষ্ণব পদাবলীর বিখ্যাত পদকর্তা কারা ছিলেন? 

    Answer
    বৈষ্ণব পদাবলীর বিখ্যাত পদকর্তাদের মধ্যে ছিলেন বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস প্রমুখ।

    1. Report
  5. Question:মঙ্গল কাব্য কী? 

    Answer
    দেশীয় দেবদেবীকে নিয়ে যেসব কাব্যকাহিনি রচিত হয়েছে সেগুলোই হচ্ছে  মঙ্গলকাব্য।

    1. Report
  6. Question:আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন কে? 

    Answer
    ঈশ্বরচন্দ্র বিদ্রাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন।

    1. Report
  7. Question:চিত্রকলার পথিকৃৎ বলা হয় কাকে? 

    Answer
    শিল্পাচার্য চয়ুল আবেদিনকেই চিত্রকলার পথিকৃৎ বলা হয়।

    1. Report
  8. Question:মুসলমান সমাজে নৃত্যচর্চার দ্বার উম্মোচন করেছিলেন কে? 

    Answer
    বুলবুল চৌধুরী বাঙালি মুসলমান সমাজে নৃত্যচর্চার দ্বার উম্মোচন করেছিলেন।

    1. Report
  9. Question:শিল্পকলা কাকে বলে? 

    Answer
    যেসব কাজে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায় তাকে শিল্পকলা বলে।

    1. Report
  10. Question:পাহাড়পুরে অবস্থিত বিহারের নাম কী? 

    Answer
    পাহাড়পুরে অবস্থিত বিহারের নাম সোমপুর বিহার।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd