Question:কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
Answer
কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত।
Question:কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত।
Question:চর্যাপদ আবিষ্কার করেন কে?
পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
Question:চর্যাপদের কাল নির্ণয় করেন কে?
ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লা চর্যাপদের কাল নির্ণয় করেন।
Question:বৈষ্ণব পদাবলীর বিখ্যাত পদকর্তা কারা ছিলেন?
বৈষ্ণব পদাবলীর বিখ্যাত পদকর্তাদের মধ্যে ছিলেন বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস প্রমুখ।
Question:মঙ্গল কাব্য কী?
দেশীয় দেবদেবীকে নিয়ে যেসব কাব্যকাহিনি রচিত হয়েছে সেগুলোই হচ্ছে মঙ্গলকাব্য।