Question:বাংলাকে সংগীত দেশ বলা হয় কেন? 

Answer বাংলা চিরকালই সংগীতের দেশ। এখানকার মাঠে প্রান্তরে কৃষক হালচাষ করতে করতে যেমন গান বেঁধেছে তেমনি নদী ও খালের নৌকা বাইতে বাইতে মাঝিও গলা ছেড়ে গান গেয়েছে। মুর্শিদি, পালাগান, বারমাস্যা, ভাওয়াইয়া, বাউল, ভাটিয়ালি, গম্ভীরা ইত্যাদি বহু ধরনের আঞ্চলিক লোকগান ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে। 

+ Report
Total Preview: 865
banglake shonggit desho bola hoy ken?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd