Question:স্বদেশি আন্দোলন কী? 

Answer বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে তাকে সাধারণত স্বদেশি আন্দোলন বলা হয়। এ আন্দোলন চারটি পর্যায়ে বিভক্ত ছিল। যথা- ১। প্রচলিত নিয়ম অনুযায়ী সভা-সমিতিতে বক্তৃতাদান ও প্রস্তান গ্রহণের মাধ্যমে প্রতিবাদ জ্ঞাপন। ২। আত্মশক্তি গঠন, জাতীয় শিক্ষা আন্দোলন। ৩। বিলাতি পণ্য বর্জন এবং স্বদেশি পণ্যের উৎপাদন ও ব্যবহার। ৪। বিপ্লব বা সন্ত্রসের পথ গ্রহণ। 

+ Report
Total Preview: 961
shobodeshi andoln ki?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd