Question:বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ বর্ণনা কর। 

Answer লর্ড কার্জন বাংলার রাজনৈতিক সচেতনতার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। তিনি দেখতে পেলেন বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবীরা ধীরে ধীরে জাতীয়তাবাদ ও রাজনীতি সচেতন হয়ে উঠছে। কলকাতাকে কেন্দ্র করে কংগ্রেস পুরো ভারতে আন্দোলন করছে। তাই তিনি বিভেদ ও শাসননীতি প্রয়োগ করে বাংলাকে দুই ভাগ করতে চাইলেন। কেননা বাংলাকে ভাগ করা হলে বাঙালি জতি দুর্বল হয়ে পড়বে এবং কলকাতা থেকে ব্রিটিশবিরোধী আন্দোলনের কেন্দ্র সরে দাঁড়াবে। অপরদিকে, বাংলা ছিল হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ এক বিরাট শক্তি, যা ব্রিটিশ রাজত্বের পক্ষে মোটেও নিরাপদ নয়। 

+ Report
Total Preview: 748
bongobhnger rajonৈtik karon boronna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd