Question:রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ বর্ণনা কর। 

Answer রাষ্ট্রপতি শাসিত সাকরা ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রকৃত শাসক। তিনি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন। এ ধরনের শাসনব্যবস্থায় সরকার অপেক্ষাকৃত স্থায়ী হয়। কারও পরামর্শ ব্যতীত রাষ্ট্রপতি নিজে সিদ্ধান্ত নিতে পারেন বলে এ সরকার ব্যবস্থা সংকটকালের উপযোগী। এ ব্যবস্থায় ক্ষমতা পৃথকীকরণ নীতি থাকায় শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ পরস্পর নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে। 

+ Report
Total Preview: 1522
rashtropati shashit shorokarer gun boronna karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd