Question:শাসন বিভাগের আইন বিভাগীয় কাজ কী কী? 

Answer শাসন বিভাগ কিছু কিছু আইন প্রণয়ন সংক্রান্ত কাজ করে। শাসন বিভাগ অর্পিত ক্ষমতাবলে বিভিন্ন প্রকার উপ-আইন, নিয়মাবলি ইত্যাদি তৈরি করে। সংসদীয় রকার ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যরা আইনসভারও সদস্য। শাসন বিভাগ আইনসভার অধিবেশন আহবান, মূলতবি ও সমাপ্তি ঘোষণা করতে পারে। এমনকি আইনসভা ভেঙে দিতে পারে। আইন কর্তৃক পাসকৃত বিলে শাসন বিভাগ অনুমোদন না দিলে তা আইনে পরিণত হয় না। 

+ Report
Total Preview: 999
shashon bivager ain bivagiy kajo ki ki?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd