Question:দুর্যোগের ধরন সম্পর্কে ব্যাখ্যা কর। 

Answer দুর্যোগ দুই ধরনের। যথা- প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবঙ তার ওপর সাধারণত মানুষের হাত থাকে না কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকান্ডের ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে। মানুষের অপকর্ম বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। 

+ Report
Total Preview: 656
durojoger dhron shomoparoke baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd