1. Question:কোন দুটি দুর্যোগের কারণে সুন্দরবনের কী পরিমাণ ক্ষতি হয়েছে? 

    Answer
    সিডর এবং আইলা এই দুটি দুর্যোগের কারণ সুন্দরবনে প্রায় এক-চতুর্থাংশ বন নষ্ট হয়েছে।

    1. Report
  2. Question:ভূমিধস কাকে বলে? 

    Answer
    পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলে।

    1. Report
  3. Question:বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ কত? 

    Answer
    বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা ১৬ ভাগ যা প্রয়োজনের তুলনায় অনেক কম।

    1. Report
  4. Question:দাবানল কাকে বলে? 

    Answer
    প্রচন্ড দাবদাহের কারণে কোনো কোন দেশের বনাঞ্চলে অগ্নিকান্ড ঘটলে দেখা যায়। একে দাবানল বলে।

    1. Report
  5. Question:পরিবেশের ভারসাম্যের জন্য একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমির প্রয়োজন? 

    Answer
    পরিবেশের ভারসাম্যের জন্য একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমির প্রয়োজন।

    1. Report
  6. Question:ভূমিকম্পপ্রবণ এলাকা কাকে বলে? 

    Answer
    কোনো কোনো অঞ্চল বেশি রকম ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে। এগুলোকে বলা হয় ভূমিকম্পপ্রবণ এলাকা।

    1. Report
  7. Question:সিএফসি-এর পূর্ণরূপ কী? 

    Answer
    এইচসিএফসি-এর পূর্ণরূপ হলো হাইড্রো ক্লোরো ক্লোরো কার্বন।

    1. Report
  8. Question:সিএফসি-এর পূর্ণরূপ কী? 

    Answer
    সিএফসি-এর পূর্ণরূপ হলো হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন।

    1. Report
  9. Question:ওজোন মন্ডল সমূদ্র পৃষ্ঠের ওপরে কত কিমি পর্যন্ত বিস্তৃত? 

    Answer
    ওজোন মন্ডল সমূদ্র পৃষ্ঠের ওপরে ২০ কিমি পর্যন্ত বিস্তৃত।

    1. Report
  10. Question:পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ কী? 

    Answer
    পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ বন উজাড়করণ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd