Question:আইলা ও সিডরে ক্ষয়ক্ষতির বর্ণনা দাও।
Answer আইলা ও সিডর দুটি প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ দুটিতে আমাদের দেশের উপকূলবর্তী এলাকায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া বিস্তীর্ণ জনপদে লবণাক্ত পানি ঢুকে ফসলাদি, বাড়িঘর ও অন্যান্য প্রতিষ্ঠা ব্যাপক ক্ষতি হয়েছে। খাবার পানির তীব্র অভাব দেখা দিয়েছে। সুন্দরবনের প্রায় এক-চতুর্থাংশ বন নষ্ট হয়েছে। জীবনবৈচিত্র্য ও মৎস্য সম্পদের অনেক ক্ষতি হয়েছে।
+ Report
aila o shiডre khyokhtir boronna dao.