Question:পৃথিবীর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেন?
Answer নানা কারণে পৃথিবীর উষ্ণায়ন ঘটছে। ফলে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এর নানারকম নেতিবাচক প্রভাব রয়েছে। ইতোমধ্যে অনেক দেশেই এসব ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের এই নেতিবাচক প্রভাবের কারণেই পৃথিবীর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
+ Report
prithibir shorobotro atnko choড়িye paড়েche ken?