Question:কীভাবে সুনামি সংঘটিত হয়?
Answer সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। সমুদ্রের তলদেশে প্রচন্ড ভুমিকম্প বা অগ্ন্যৎপাতের ফলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এই প্রবল ঢেউ উপকূলভাগে এসে তীব্র বেগে আছড়ে পড়ে। এক গতিবেগ ঘন্টায় ৮০০ থেকে ১৩০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে ভয়ংকর গতিতে উপকূলের ১০ কিমি মধ্যে ঢুকে পড়তে পারে।
+ Report
kivabe shunami shongghtit hoyo?