Question:কিশোর অপরাধের ধারণা ব্যাখ্যা কর। 

Answer অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। কোন বয়স পর্যন্ত অপরাধীকে কিশোর অপরাধ বলা হবে তা নিয়ে মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়। অন্যদিকে পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধীর সয়সসীমা ধরা হয় ৭ থেকে ১৮ বছর। জাপানে এ বয়সসীমা ১৫ থেকে ২০ বছর। কিশোর অপরাধীরা রাষ।ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে বলেই তারা কিশোর অপরাধী 

+ Report
Total Preview: 541
kishor oparadher dharona baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd