1. Question:কোন কোন দেশে ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়। 

    Answer
    বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়।

    1. Report
  2. Question:আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কী? 

    Answer
    আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ দরিদ্র্য।

    1. Report
  3. Question:মাদকাসক্তি বর্তমানে আমাদের কি জীবনে মারাত্মক প্রভাব ফেলে? 

    Answer
    মাদকাসক্তি বর্তমানে আমাদের সামাজিক ও নৈতিক জীবনে মারাত্মক প্রভাব ফেলে।

    1. Report
  4. Question:কীসের মাধ্যমে মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে? 

    Answer
    সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, পোস্টার, বিলবোর্ড ও লিফলেট ইত্যাদির মাধ্য মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে।

    1. Report
  5. Question:জাপানে কিশোর অপরাধের বয়সসীমা কত ধরা হয়? 

    Answer
    জাপানে কিশোর অপরাধের বয়সসীমা ১৪ থেকে ২০ বছর ধরা হয়।

    1. Report
  6. Question:মাদকাসক্ত হওয়ার পেছনে কী কারণ কাজ করে? 

    Answer
    বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্য, প্রেমে ব্যার্থতা, পরিবারিক অশান্তি ইত্যাদি কারণে অনেকের মনে হতাশার সৃষ্টি হয়। আর এই হতাশা থেকেই মাদকদ্রব্য নেওয়া শুরু হয়।

    1. Report
  7. Question:কিশোর অপরাধ রোখে কী কাজ করা যেতে পারে? 

    Answer
    কিশোর অপরাধ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। 
    যেমন- অভিভাবক সচেতনতা ও দায়িত্ব, আর্থসামাজিক কর্মসূচি, শিক্ষার সুযোগ, চিত্তবিনোদন প্রভৃত্তি।

    1. Report
  8. Question:কোন কারণগুলো কিশোরদের অপরাধী করে তোলে? 

    Answer
    দারিদ্র, পিতামাতার অবহেলা, চিত্তবিনোদনের অভাব প্রভৃতি কারণে কিশোরদের অপরাধী করে তোলে।

    1. Report
  9. Question:বাংলাদেশে কোন বয়সের অপরাধকে কিশোর অপরাধ বলা হয়? 

    Answer
    বাংলাদেশে ৭-১৬ বছর সয়সের অপারাধকে কিশোর অপরাধ বলা হয়।

    1. Report
  10. Question:কিশোর অপরাধ কাকে বলে? 

    Answer
    কিশোরদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকে কিশোর অপরাধ বলে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd