Question:বীরশ্রেষ্ঠরা কেন আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। 

Answer ১। বীরশ্রেষ্ঠরা জীবনকে বাজি রেখে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রাণপথে লড়াই করেছেন। ২। তাঁদের অসামান্য অবদানের ফলে আমরা আজ স্বাধীন ও মুক্ত। ৩। স্বাধীনতার জন্য প্রয়োজন হলে জীবন উৎসর্গ করার শিক্ষা আমরা তাঁদের কাঝে থেকেই পেয়েছি। ৪। তাঁদের কাঝে থেকে আমরা দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত পেয়েছি। ৫। বীরশ্রেষ্ঠরা দেশের স্বাধীনতা অর্জনের জন্য যে অবদান রেখেছেন সেটি আমাদের প্রেরণা যোগাবে। 

+ Report
Total Preview: 954
birosrashthra ken amader maঝে chiroshomoroniy hoye thakbe she shomoparoke paঁchti bakjlekho.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd