1. Question:স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতায় হালিমার বাবা কীভাবে হালিমকে সাহায়্য করেছিল? 

    Answer
    বিজয় দিবস উপলক্ষে হালিমাদের স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। হালিমাকে তার বাবা প্রথমে মুক্তিযুদ্ধের ছবি আঁকতে বলেন, তারপর বিজয়ের ছবি। তাছাড়া হালিমার বাবা তাকে মুক্তিযুদ্ধ বিষয়ে গল্প বলেছিলেন, যাতে হালিমা সহজেই বিষয়টি বুঝতে পারে। তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কথাও মনে করিয়ে দিয়েছিলেন। বাবা এভাবে হালিমাকে পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন।

    1. Report
  2. Question:একাত্তরের পাকিস্তানি বাহিনী কী অত্যাচার করেছিল? 

    Answer
    পাকিস্তান বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক মানুষকে হত্যা করে। সে রাতে  তারা পিলখানায় ঢুকে বাঙালি পুলিশদের গুলি করে হত্যা করে। তারা শহিদ মিনারও ভেঙে ফেলেছিল। এছাড়া তারা আমাদের দেশের শ্রেষ্ঠ মানুষদের হত্যা করেছিল। বাংলাদেশ দখলের জন্য তারা সবরকম অন্যায় চেষ্টা করেছিল।

    1. Report
  3. Question:বীরশ্রেষ্ঠরা কেন আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। 

    Answer
    ১। বীরশ্রেষ্ঠরা জীবনকে বাজি রেখে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রাণপথে লড়াই করেছেন।
    ২। তাঁদের অসামান্য অবদানের ফলে আমরা আজ স্বাধীন ও মুক্ত।
    ৩। স্বাধীনতার জন্য প্রয়োজন হলে জীবন  উৎসর্গ করার শিক্ষা আমরা তাঁদের কাঝে থেকেই পেয়েছি।
    ৪। তাঁদের কাঝে থেকে আমরা দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত পেয়েছি।
    ৫। বীরশ্রেষ্ঠরা দেশের স্বাধীনতা অর্জনের জন্য যে অবদান রেখেছেন সেটি আমাদের প্রেরণা যোগাবে।

    1. Report
  4. Question:রূপা আপমনি কত দলনেতার কথা বলেছেন? 

    Answer
    রূপা আপামনি দুজন দলনেতার কথা বলেছেন।

    1. Report
  5. Question:নীলা ও তার বন্ধুরা রঙিন কাগজ দিয়ে কি তৈরি করল? 

    Answer
    নীলা ও তার বন্ধুরা রঙিন কাগজ দিয়ে লম্বা লম্বা শিকল তৈরি করল।

    1. Report
  6. Question:শিক্ষার্থীরা কী দিয়ে রাইফেল তৈরি করল? 

    Answer
    শিক্ষার্থীরা শক্ত আর্টবোর্ড দিয়ে রাইফেল তৈরি করল।

    1. Report
  7. Question:জাতীয় পতাকার স্থান কোথায়? 

    Answer
    জাতীয় পতাকার স্থান সবার ওপরে।

    1. Report
  8. Question:ক্লাসের সবাই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে কেন? 

    Answer
    বৃহস্পতিবারে শেষের দুই পিরিয়ডে কখনো গান শেখানো হয় আবার কখনো শ্রেণিকক্ষ সাজানো হয়। কোনোদিন আবার বাগানের যত্ন নেওয়া হয়। সে সময়টা হাসি আনন্দে কাটে বলে সবাই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে।

    1. Report
  9. Question:শ্রেণিকক্ষ সাজাতে কে কে কাজ করল? 

    Answer
    শ্রেণিকক্ষ সাজাতে রূপা আপামনি, তিথি, রুনু, নীলা, আনিস, রবি, পারুল, রেবা, শেলি, সালমা ও শাহীন কাজ করল।

    1. Report
  10. Question:শ্রেণিকক্ষ সাজানো জন্য কী কী ব্যবহার করা হয়েছিল? 

    Answer
    শ্রেণিকক্ষ সাজানোর জন্য আর্টবোর্ড, রঙিন কাগজ, কাঁচি, আঁঠা, রাংতা ও রংপেন্সিল ব্যবহার করা হয়েছিল।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd