Question:রফিক ও সুবলকে সবাই ভালোবাসে কেন?
Answer রফিক ও সুবল দুজনই খুব ভালো ছেলে। তাা সব সময় ভাইয়ের মতো মিলে মিশে থাকে, সব কাজ মিলে মিশে সময় ভাইয়ের মতো মিলে মিশে করে। কখনো ওরা ঝগড়াঝাটি বা মারামারি করে না। ওরা বড়দের খুব শ্রদ্ধা করে। এসব কারণে গ্রামের সবাই ওদের ভালোবাসে।
+ Report
rofek o shubolke shobai valobashe ken?