Question:গাঁয়ের ঘরগুলো দেখতে কেমন?
Answer
গঁয়ের ঘরগুলো দেখতে ছোট ছোট
Question:গাঁয়ের ঘরগুলো দেখতে কেমন?
গঁয়ের ঘরগুলো দেখতে ছোট ছোট
Question:সেখানে লোকজন কীভাবে থাকে?
গাঁয়ে লোকজন এক সালে মিলেমিশে থাকে।
Question:ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়?
ছেলেমেয়েরা এক সাথে পাঠশালায় যায়।
Question:গ্রামের গাছপালা দেখলে কী মনে হয়?
গ্রামরে গাছপালা দেখে একে অন্যের আত্মীয় বলে মনে হয়।
Question:সকালে গাঁয়ে কী কী ঘটে?
সকালে গাঁয়ে পুব দিকে সোনলি রঙের সূর্য ওঠে। তখন পাখ ডাকে, বাতাস বইতে থাকে আর নানারকম ফুল ফোটে।
Question:আমার গ্রাম সম্পর্কে চারটি বাক্য লিখ।
আমার গ্রাম সম্পর্কে চারটি বাক্য- ১। আমার গ্রামের নাম শীতলপুর। ২। গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর। ৩। গ্রামরে পাশ দিয়ে ছোট নদী বয়ে গেছে। ৪। গ্রামে আমরা সবাই মিলেমিশে থাকি।
Question:রফিক ও সুবলকে সবাই ভালোবাসে কেন?
রফিক ও সুবল দুজনই খুব ভালো ছেলে। তাা সব সময় ভাইয়ের মতো মিলে মিশে থাকে, সব কাজ মিলে মিশে সময় ভাইয়ের মতো মিলে মিশে করে। কখনো ওরা ঝগড়াঝাটি বা মারামারি করে না। ওরা বড়দের খুব শ্রদ্ধা করে। এসব কারণে গ্রামের সবাই ওদের ভালোবাসে।
Question:রফিক ওসুবলের কয়েকটি ভালো গুণ লেখো।
রফিক ও সুবলের কয়েকটি ভালো গুণ হলো: ১। রফিক ও সবসময় মিলে মিশে থাকে; ২। রফিক ও সুবল কখনো ঝগড়া বা মারামারি করে না; ৩। রফিক ও সুবল গুরুজনদের শ্রদ্ধ করে।
Question:রফিক ও সুবলকে গ্রামের সকলে সহোদর মনে করে কেন?
রফিক ও সুবল এক সাথে বাজারে যায়, খেলাধুলা করে, পাঠশালায় যায়। তাদের মধ্যে কখনো ঝগড়া বা মারামারি হয় না। তাা একে অপরকে ভীষণ ভালোবাসে। রফিক ও সুবলের মধ্যে সদ্ভাব দেখে গ্রামের সকলে তাদেরকে মহোদর মনে করে।
Question:নিচের কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো : থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর হিংসা ও মারামারি কভু নাহি করি একসাথে খেলি আর পাঠশালে যাই পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই আমাদের ছোট গাঁয়ে ছোট ঘর।
আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর থাকি সেথা সবে মিলে সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গরুজনে সদা মোরা ডরি