Question:নিচের কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো : থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর হিংসা ও মারামারি কভু নাহি করি একসাথে খেলি আর পাঠশালে যাই পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই আমাদের ছোট গাঁয়ে ছোট ঘর। 

Answer আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর থাকি সেথা সবে মিলে সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গরুজনে সদা মোরা ডরি 

+ Report
Total Preview: 1367
nicher kabitar laingulo par par shagiye lekho : thaki shetha shobe mile nahi keho paro hingsha o maramari kavu nahi kari akshathe kheli ar pathshale jai pita-mata gurujone shoda mora ডri paড়ar shokl chele mora vai vai amader chot gaঁye chot ghro.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd