Question:বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতার নিকট একটি পত্র লেখো। 

Answer শ্রদ্ধেয় বাবা, আমার সালাম গ্রহণ করবেন। আশা করি ভালো আছেন। অনেক দিন আপনার কোনো পত্র পাইনি। কয়েক দিনের মধ্যেই আমার বার্ষিক পরীক্ষা আরম্ভ হবে। আমি সকল বিষয়ে মোটামুটি প্রস্তুতি নিয়েছি। দোয়া করবেন। যেন পরীক্ষায় ভালো করতে পারি। মাকে আমার সালাম জানাবেন। ইতি আপনার স্নেহের নাঈম প্রেরক প্রাপক, নাঈম হাসান মোঃ মাসুম চৌধুরী বেজপাড়া গ্রাম: উল্লাপাড়া, পোঃ উল্লাপাড়া যশোর জেলা : সিরাজগঞ্জ 

+ Report
Total Preview: 5613
baroshik parikhar proshotuti janiye pitar nikt akti patro lekhea.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd