1. Question:বই কেনার জন্যে টাকা চেয়ে তোমার বাবার কাছে একটি চিঠি লেখো। 

    Answer
    আব্বাজান,
    আমার সালাম নিবেন। আশা করি ভালো আছেন। গত এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। নতুন বই কেনার জন্যে পাঁচশ টাকা দরকার। তাই আপনি অনুগ্রহ করে তাড়াতাড়ি টাকা পাঠাবার ব্যবস্থা করবেন। আপনি আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন ও মাকে আমার সালাম জানাবেন।
    
    ইতি
    আপনার স্নেহের 
    নবনীতা
    
    প্রেরক                           প্রাপক,
    নবনীতা চৌধুরী                 মোঃ মাসুম চৌধুরী
    বেজপাড়া                        গ্রাম: উল্লাপাড়া, পোঃ উল্লাপাড়া
    যশোর                           জেলা : সিরাজগঞ্জ

    1. Report
  2. Question:বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতার নিকট একটি পত্র লেখো। 

    Answer
    শ্রদ্ধেয় বাবা,
    আমার সালাম গ্রহণ করবেন। আশা করি ভালো আছেন। অনেক দিন আপনার কোনো পত্র পাইনি। কয়েক দিনের মধ্যেই  আমার বার্ষিক পরীক্ষা আরম্ভ হবে। আমি সকল বিষয়ে মোটামুটি প্রস্তুতি নিয়েছি। দোয়া করবেন। যেন পরীক্ষায় ভালো করতে পারি। মাকে আমার সালাম জানাবেন।
    
    ইতি 
    আপনার স্নেহের 
    নাঈম
    
    
    
    প্রেরক                           প্রাপক,
    নাঈম হাসান                    মোঃ মাসুম চৌধুরী
    বেজপাড়া                        গ্রাম: উল্লাপাড়া, পোঃ উল্লাপাড়া
    যশোর                           জেলা : সিরাজগঞ্জ

    1. Report
  3. Question:বন্ধুকে জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত দিয়ে একটি চিঠি লেখো। 

    Answer
    প্রিয় পিয়াল, 
    শুভেচ্ছা নাও। আশা করি ভালো আছ। জেনে খুশি হবে আগামী ২৪/১১/১৬ তারিখ আমার জন্মদিন। ঐ দিন বিকেলে আমাদের বাসায় কেক কাটা হবে। তারপর সন্ধ্যায় রেস্টুরেন্টে খাব। তারপর আমরা সবাই মিলে জাদুঘর দেখতে যাব। বাবা আগে থেকেই ছুটি নিয়েছেন। তুমি অবশ্যই আসবে। আমরা খুব মজা করব।
    
    ইতি
    তোমার বন্ধু
    তমাল
    
    
    
    প্রেরক                           প্রাপক,
    তমাল শিকদার                  মোঃ মাসুম চৌধুরী
    বেজপাড়া                        গ্রাম: উল্লাপাড়া, পোঃ উল্লাপাড়া
    যশোর                           জেলা : সিরাজগঞ্জ

    1. Report
  4. Question:হঠাৎ অসুন্থতার কারণে তৃতীয় ঘন্টার পর ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখো। 

    Answer
    ৪ জানুয়ারি, ২০১৬
    
    বরাবর
    প্রধান শিক্ষক
    মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।
    বিষয় : তৃতীয় ঘন্টার পর স্কুল ছুটির আবেদন।
    
    জনাব,
    বিনীত নিবেদন এই যে, আমি আজ ক্লাসে আসার পর হঠাৎ অসুন্থ হয়ে পড়েছি। এ অবস্থঅয় আমি স্কুলে অবস্থান করতে পারছি না।
    
    অতএব, তৃতীয় ঘন্টার পর আমার ছুটি মঞ্জুর করতে জনাবের মর্জি হয়।
    
    নিবেদক
    রুবেল শিকদার
    শ্রেণি- তৃতীয়
    শাখা- খ, 
    রোল-২

    1. Report
  5. Question:অসুস্থতার কারণে ছুট মঞ্জুরের জন্যে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখো। 

    Answer
    ২০শে মার্চ, ২০১৬
    
    বরাবর
    প্রধান শিক্ষক
    বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
    সদরঘাট, ঢাকা।
    
    বিষয় : তিন দিনের ছুটি মঞ্জুরের জন্যে আবেদন।
    
    জনাব,
    বিনীত নিবেদন, আমি অসুস্থতার কারণে গত ১২ই জানুয়ারি থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত মোট ৩ দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
    
    অতএব, উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব।
    
    নিবেদক
    হেনরী গনজালভেজ
    শ্রেণি- তৃতীয়
    শাখা-দিবা, 
    রোল- ১০

    1. Report
  6. Question:মনে কর, তুমি অসুস্থতার কারণে ক্লাস টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পানি। এখন তোমার পরীক্ষাটি আলাদাভাবে নেয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লেখো। 

    Answer
    ১১ই মে, ২০১৬
    
    বরাবর
    প্রধান শিক্ষক
    অংকুর বিদ্যা নিকেতন, রাজশাহী
    
    বিষয় : ক্লাস টেস্ট পরীক্ষা নেয়ার জন্য আবেদন।
    
    মহোদয়
    বিনয়ের সঙ্গে জানাচ্ছি, শারীরিক অসুস্থতার কারণে ০৯/০৫/২০১৬ তারিখে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি এবং ঐ দিনের গণিত বিষয়ের টেস্ট পরীক্ষায় অংশ নিতে পারিনি।
    
    অতএব, আলাদাভাবে আমার পরীক্ষাটি নেয়ার জন্য অনুরোধ করছি।
    
    নিবেদক
    প্রজ্ঞা পারমিতা
    শ্রেণি : তৃতীয়
    রোল নম্বর:02

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd