Question:অসুস্থতার কারণে ছুট মঞ্জুরের জন্যে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখো। 

Answer ২০শে মার্চ, ২০১৬ বরাবর প্রধান শিক্ষক বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সদরঘাট, ঢাকা। বিষয় : তিন দিনের ছুটি মঞ্জুরের জন্যে আবেদন। জনাব, বিনীত নিবেদন, আমি অসুস্থতার কারণে গত ১২ই জানুয়ারি থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত মোট ৩ দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব, উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। নিবেদক হেনরী গনজালভেজ শ্রেণি- তৃতীয় শাখা-দিবা, রোল- ১০ 

+ Report
Total Preview: 63580
oshushothotar karone chut moঞjurer janne prodhan shikhker nikt abedon patro lekho.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd