Question:মনে কর, তুমি অসুস্থতার কারণে ক্লাস টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পানি। এখন তোমার পরীক্ষাটি আলাদাভাবে নেয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লেখো। 

Answer ১১ই মে, ২০১৬ বরাবর প্রধান শিক্ষক অংকুর বিদ্যা নিকেতন, রাজশাহী বিষয় : ক্লাস টেস্ট পরীক্ষা নেয়ার জন্য আবেদন। মহোদয় বিনয়ের সঙ্গে জানাচ্ছি, শারীরিক অসুস্থতার কারণে ০৯/০৫/২০১৬ তারিখে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি এবং ঐ দিনের গণিত বিষয়ের টেস্ট পরীক্ষায় অংশ নিতে পারিনি। অতএব, আলাদাভাবে আমার পরীক্ষাটি নেয়ার জন্য অনুরোধ করছি। নিবেদক প্রজ্ঞা পারমিতা শ্রেণি : তৃতীয় রোল নম্বর:02 

+ Report
Total Preview: 22228
mone karo, tumi oshushothotar karone klasho teshot parikhay ongshogrhon karote pani. akhn tomar parikhati aladavabe neyar janno prodhan shikhker nikt akti abedon patro lekho.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd