Question:“আমাদের দেশ” সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ। 

Answer আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর লাখো শহিদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ প্রকৃতির আদুরে কন্যা। ছয়টি ঋতুেআলাদা রূপ-মাধুর্য নিয়ে আসে প্রকৃতিতে। নানা প্রজাতির ফুল, পাখি, গাছপালা, পাহাড়, সাগর এদেশের প্রকৃতিকে সমৃদ্ধ করেছে। পৃথিবীর সবেচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার এ দেশের অমূল্য সম্পদ। বাংলাদেশর দক্ষিণে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। পৃথিবীর বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার রয়েচৈ এ বনে। বাঙালি ছাড়াও অনেক ক্ষুদ্র প্রজাতির মানুষ এদেশে মিলেমিশে বাস করে। বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত। 

+ Report
Total Preview: 19696
“amader desho” shomoparoke akti onucchedlikh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd