1. Question:মনে করো, তুমি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে চাও। এজন্য উল্লেখকৃত নিবন্ধন ফরমটি পূরণ করো। 

    Answer
    রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
    ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধন ফরম
    
    নাম : শারমিন সুলতানা
    লিঙ্গ (ছেলে/মেয়ে) : মেয়ে 
    বয়স : ৮ বছর
    শ্রেণি : তৃতীয়
    রোল নম্বর : ২২
    
    আবেদন কারীর স্বাক্ষর                    ক্রীড়া শিক্ষকের স্বাক্ষর

    1. Report
  2. Question:মনে করো, তুমি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। এজন্য একটি নিবন্ধন ফরম পূরণ করো। 

    Answer
    স্বাধীনতা দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা 
    নিবন্ধন ফরম
    
    প্রতিযোগিতার নাম : আসিফ আসলাম
    অভিভাবকের নাম : আবিদ আসলাম
    বয়স : ৯ বছর
    শিক্ষা প্রতিষ্ঠানের নাম : শেরপুর প্রাথমিক বিদ্যালয়
    শ্রেণি : ৩য়
    প্রিয় শখ : ছবি আঁকা, ডাকটিকেট সংগ্রহ
    যোগাযোগের ঠিকানা : মালিহা ম্যানশন, শেরপুর
    অভিভাবকের মবোইল ফোন নম্বর : ০১৯৭১******
    
    আবেদন কারীর স্বাক্ষর                    পরিচালকের স্বাক্ষর

    1. Report
  3. Question:ধরো, তুমি ‘প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৬’ এ অংশ নিতে চাও। এ জন্য নিবন্ধন ফরমটি পূরণ করো। 

    Answer
    প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৬
    নিবন্ধন ফরম
    
    নাম : সাফিয়া কাদের
    বাবার নাম : রেজাউল কাদের
    মায়ের নাম : সায়রা কাদের
    জন্ম তারিখ : ২১২/০১/২০০৫
    বিদ্যালয়ের নাম : জুনিয়র স্কলাসস স্কুল
    শ্রেণি : তৃতীয়
    যোগাযোগের ঠিকানা : বাসা নং-১১০, রোড নং-১৭, ব্লক-জি, মিরপুর, ঢাকা।
    অভিভাবকের মোবাইল ফোন নম্বর : ০১৭১১******
    
    
    আবেদন কারীর স্বাক্ষর                            সমন্বয়কারীর স্বাক্ষর

    1. Report
  4. Question:“আমাদের দেশ” সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ। 

    Answer
    আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর লাখো শহিদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ প্রকৃতির আদুরে কন্যা। ছয়টি ঋতুেআলাদা রূপ-মাধুর্য নিয়ে আসে প্রকৃতিতে। নানা প্রজাতির ফুল, পাখি, গাছপালা, পাহাড়, সাগর এদেশের প্রকৃতিকে সমৃদ্ধ করেছে। পৃথিবীর সবেচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার এ দেশের অমূল্য সম্পদ। বাংলাদেশর দক্ষিণে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। পৃথিবীর বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার রয়েচৈ এ বনে। বাঙালি ছাড়াও অনেক ক্ষুদ্র প্রজাতির মানুষ এদেশে মিলেমিশে বাস করে। বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd