Question:“বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল” সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ। 

Answer বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাংলাদেশের অন্যতম বীর মুক্তিযোদ্ধা। তিনি মাত্র ২৪ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন। ব্রাক্ষণবাড়িয়ার একটি ঘাটিতে তিনি যুদ্ধরত ছিলেন। অল্পসংখ্যক সৈন্য নিয়ে গঠিত তাঁর মুক্তিবাহিনী পাকসেনাদের নাজেহাল করে তুলেছিলেন। কিন্তু আধুনিক অস্ত্রে সজ্জিত বিশাল বাহিনীর কাছে অনেক সহযোদ্ধারই প্রাণ গেল। তবুও পিছপা হননি সিপাহী মোস্তফা কামাল। অন্য সহযোদ্ধাদের সরিয়ে দিয়ে একাই যুদ্ধ করতে করতে অবশেষে মৃত্যু কোলে ঢলে পড়েন এই মহান দেশপ্রেমিক বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আমাদের গর্ব। আমরা তাঁর বিদেহী আত্মার প্রতি অগাধ শ্রদ্ধা জানাই। 

+ Report
Total Preview: 8617
“birosrashth moshotfa kamal” shomoparoke akti onucchedlikh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd