Question:“জাতীয় পাখি: দোয়েল” সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। 

Answer আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশে নানা প্রজাতির পাখি রয়েছে। এর মধ্যে দোয়েল আমাদের জাতীয় পাখি। দোয়েল পাখির গায়ে সাদা-কালোর মিশ্রণ রয়েছে। এ পাখি সবার কাছে প্রিয়। দোয়েলের মিষ্টি গান শুনে মন আনন্দে ভরে ওঠে। পোকা-মাকড় দোয়েলের প্রধান খাদ্য। পোকা খেয়ে সে কৃষকের ফসলকে ক্ষতির হাত থেকে বাঁচায়। দোয়েল বাংলাদেশের প্রাণী বৈচিত্র্যের একটি চমৎকার উদাহরণ। 

+ Report
Total Preview: 16885
“jatiy pakhi: doyel” shomoparoke akti onucchedlekho.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd