Question:আমাদের নবির নাম নিলে কী বলতে হয়?
Answer পৃথিবীতে অনেক নবি-রাসুল এসেছেন। সর্বশেষ নবি ও রাসুল হলেন হযরত মুহাম্মদ (স)। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ গুণের অধিকারী। তিনিই আমাদের নবি। আমাদের নবির নাম নিলে বলতে হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
+ Report
amader nbir namo nile ki bolte hoyo?