1. Question:আল্লাহ তায়ালার চারটি গুণের নাম লেখ। 

    Answer
    আল্লাহ তায়ালার চারটি গুণের নাম হলো-
    ১. আল্লাহু খালিকুন - অর্থ আল্লাহ স্রষ্টা।
    ২. আল্লাহু রাব্বুন - অর্থ আল্লাহ পালনকারী।
    ৩. আল্লারাজ্জাকুন - অর্থ আল্লাহ পালনকারী।
    ৪. আল্লাহ রাহমান - অর্থ আল্লাহ দয়ালু।

    1. Report
  2. Question:মহান আল্লাহর পাঁচটি সৃষ্টির নাম লেখ। 

    Answer
    মহান আল্লাহর পাঁচটি সৃষ্টির নাম হলো-
    ১. মানুষ; ২. পাহাড়-পর্বত; ৩. নদীনালা; ৪. গাছপালা; ৫. পশুপাখি।

    1. Report
  3. Question:ইমান কাকে বলে? 

    Answer
    মহান আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই। তাঁর সাথে কারো তুলনা হয় না। তিনি সবকিছু জানেন, শোনেন ও দেখেন। তিনিই আমাদের মাবুদ। হযরত মুহাম্মদ (স) আল্লাহর রাসুল। এসব মনে প্রাণে বিশ্বাস করাকে ইমান বলে।

    1. Report
  4. Question:‘আল্লাহু খলিকুন’ অর্থ কী? 

    Answer
    ‘আল্লাহু খলিকুন’ অর্থ- আল্লাহ সৃষ্টা।

    1. Report
  5. Question:হাত, পা না থাকলে আমাদের কী অসুবিধা হতো? 

    Answer
    হাত না থাকলে আমরা কিছু ধরতে পারতাম না। পা না থাকলে হাঁটতে পারতাম না।

    1. Report
  6. Question:‘রব’ শব্দের অর্থ কী? 

    Answer
    ‘রব’ শব্দের অর্থ- পালনকারী।

    1. Report
  7. Question:আল্লাহ তায়ালা আমাদের কীভাবে লালন পালন করেন? 

    Answer
    আল্লাহ আমাদের লালন-পালনের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে আলো, বাতাস, পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন। শিশুর জন্মের আগেই মহান আল্লাহ মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রেখেছেন।
    নানা রকম ফল-ফসল, শাকসবজি খেয়ে আমরা বেঁচে থাকি। আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি ও পশুপাখির গোশত খাই। গরু, ছাগল আমাদের দুধ দেয়। হাঁস মুরগির ডিম আমাদের প্রিয় খাবার। নদীনালা, খালবিল থেকে আমরা অনেক মাছ পাই। এভাবে আল্লাহ আমাদের তাঁর সকল সৃষ্টির মাধ্যমে লালন-পালন করেন।

    1. Report
  8. Question:আল্লাহ তায়ালা শিশুর জন্য কী ব্যবস্থা করেছেন? 

    Answer
    শিশুর জন্মের আগেই মহান আল্লাহ মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রেখেছেন। মায়ের দুধের সাথে কোনো খাদ্যে কোনো তুলনা নেই। কারণ, মায়ের দুধে পানি, চিনি, ফিডার এসব কোনো কিছুই লাগে না। তৈরি করার ঝামেলাও নেই। তছাড়া তৈরি  দুধের ভেজাল থাকতে পারে। কিন্তু মায়ের দুধ আল্লাহর দান।

    1. Report
  9. Question:‘রাব্বুল আলামীন’ অর্থ কী? 

    Answer
    রব অর্থ পালনকারী। আলামীন অর্থ সৃষ্টি জগৎ তাই ‘রাব্বুল আলামীন’ অর্থ সৃষ্টি জগতের পালনকারী।
    মহান আল্লাহ আলো বাতাস পানি দিয়ে আমাদের লালন-পালন করেন। আমাদের বেঁচে থাকার জন্য তিনি বিভিন্ন খাবারের ব্যবস্থা করে রেখেছেন। তিনি শুধু আমাদেরই নন। সকল সৃষ্টির পালনকারী।

    1. Report
  10. Question:গাছপালা, শাকসবজি কী থেকে খাদ্য গ্রহণ করে? 

    Answer
    গাছপালা, শাকসবজি খাদ্য গ্রহণ করে আলো, বাতাস ও মাটি থেকে। সূর্যের আলো থেকে গাছপালা শক্তি নেয়। বাতাস থেকে কার্ব ডাই অক্সাইড গ্রহণ করে। আর মাটি থেকে পানি ও খনিজ লবণ নেয়। এভাবে আলো, বাতাস ও মাটি থেকে গাছপালা, শাকসবজি খাদ্য গ্রহণ করে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd