Question:আসমানি কিতাব কাকে বলে?
Answer কিতাব অর্থ বই বা পুস্তক। কুরআন মজিদ আল্লাহর বাণী। আল্লাহর বাণীর সমষ্টিকে কিতাব বলে। আর এই কিতাবকেই আসমানি কিতাব বলে। কুরআন মজিদ আসমানি কিতাব। মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন।
+ Report
ashomani kitabo kake bole?