Question:আখিরাত কাকে বলে?
Answer আখিরাত অর্থ পরকাল। মৃত্যুর পরের জীবনকে বলে আখিরাত। মৃত্যুর পরেই এ জীবনের শুরু হয়। এ জীবনের শুরু আছে, শেষ নেই। দুনিয়অতে যারা আল্লাহর হুকুম মানে, ভালো কাজ করে আখিরাতে তারা পুরষ্কার পাবে। আর যারা আল্লাহর হুকুম মানে না, ভালো কাজ করে না, তারা আখরাতে কঠিন শাস্তি পাবে।
+ Report
akhirat kake bole?