Question:পাকসাফ থাকলে কী উপাকার হয়? 

Answer পাকসাফ থাকলে অনেক অসুখ-বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। ‍ধুলোবালি থেকে বাঁচা যায়। আমাদের শরীর ও কাপড়-চোপড় পাক-পবিত্র রাখা দরকার। শরীর ও কাপড়-চোপড় পাকসাফ থাকলে মন ভালো থাকে। কুরআন মাজিদে আছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে আর পাক-পবিত্র লোকদের ভালোবাসেন। যাঁরা পাকসাফ থঅকেন আল্লাহ তায়ালা তাঁদের ভালোবাসেন। সবাই তাঁদের ভালোবাসেন। আমরা আল্লাহর কথা মানব, পাকসাফ থাকব। 

+ Report
Total Preview: 3799
pakshapho thakle ki upakar hoyo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd