1. Question:রুকুর তাসবিহ কী? 

    Answer
    রুকুর তাসবি হলো- সুবহানা রাব্বিয়াল আযীম।

    1. Report
  2. Question:সিজদাহর তাসবিহ কী? 

    Answer
    সিজদার তাসবিহ হলো- সুবহানা রাব্বিয়াল আ’লা।

    1. Report
  3. Question:সালাত কয় ওয়াক্ত? 

    Answer
    সালাত পাঁচ ওয়াক্ত।

    1. Report
  4. Question:ওযুর ফরজ কয়টি? 

    Answer
    ওযুর ফরজ চারটি।

    1. Report
  5. Question:ইসলামের ভিত্তি কয়টি? 

    Answer
    ইসলামের ভিত্তি পাঁচটি।

    1. Report
  6. Question:ইসলামের ভিত্তি কয়টি? 

    Answer
    ইসলামের ভিত্তি পাঁচটি।

    1. Report
  7. Question:ইবাদত কাকে বলে? উদাহরণসহ লেখ। 

    Answer
    ইবাদত অর্থ গোলামি করা, আমল করা, কাজ করা। আল্লাহ তায়ালঅ ও রাসুল (স)-এর কথামতো কা’জ করাকে ইবাদত বলে।
    যেমন- আমরা মানুষের সাথে কথা বলার সময় মিথ্যা কথা বলি না। কেননা, আল্লাহ  মিথ্যা বলতে নিষেধ করেছেন। এমনকি লেখাপড়া, খাওয়া-পরা, চলাফেরা, ঘুমানো সবই ইবাদত। এছাড়াও ইবাদত আছে। যেমন- সালাম দেওয়া, আব্বা-আম্মার কথামতো চলা, জীবে দয়া করা, রোগীর সেবা করা, ইয়াতিম-মিসকিনকে সাহায্য করা, সত্য কথা বলা ইত্যাদি।

    1. Report
  8. Question:ইসলামের ভিত্তি কয়টি ও কী কী? 

    Answer
    ইসলামের ভিত্তি পাঁচটি যথা:
    ১. ইমান, ২. সালাত;৩. যাকাত, ৪. সাওম; ৫. হজ।

    1. Report
  9. Question:পাকসাফ থাকলে কী উপাকার হয়? 

    Answer
    পাকসাফ থাকলে অনেক অসুখ-বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। ‍ধুলোবালি থেকে বাঁচা যায়। আমাদের শরীর ও কাপড়-চোপড় পাক-পবিত্র রাখা দরকার। শরীর ও কাপড়-চোপড় পাকসাফ থাকলে মন ভালো থাকে। কুরআন মাজিদে আছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে আর পাক-পবিত্র লোকদের ভালোবাসেন। যাঁরা পাকসাফ থঅকেন আল্লাহ তায়ালা তাঁদের ভালোবাসেন। সবাই তাঁদের ভালোবাসেন। আমরা আল্লাহর কথা  মানব, পাকসাফ থাকব।

    1. Report
  10. Question:চোখ পরিষ্কার রাখঅর উপায় কী? 

    Answer
    চোখ পরিষ্কার রাখতে ঘুম থেকে উঠে পানি দিয়ে চোখ ধুতে হবে। চোখের পিঁছুটি ভালোভাবে সাফ করতে হবে। চোখে হাত লাগানো বন্ধ করতে হবে। সবু শাকসবজি বেশি বেশি খেতে হবে। নিয়মিত ওযু করে সালাত আদায় করলে চোখ পরিষ্কার থাকে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd